জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিগগিরই প্রতিটি উপজেলায় কমপক্ষে ১০ জন করে ডাক্তার নিয়োগ দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির এমপি হারুনুর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পক্ষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ৩৯তম বিশেষ বিসিএসে ৪ হাজার ৫৫০ জন প্রার্থী সাফল্যের সঙ্গে পাস করেছেন। তাদের নিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রী কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয় এরইমধ্যে অনুমোদন দিয়েছে। এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নিয়োগের এই প্রক্রিয়া সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে শেষ হবে বলে আশা করছি।
ফরহাদ হোসেন বলেন, সরকার এরইমধ্যে চিকিৎসকদের সব ধরণের সংযুক্তি বাতিল করে দিয়েছে। সার্ভিস রোল অনুযায়ী, সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের তাদের চাকরি শুরু থেকে কমপক্ষে দু’বছর উপজেলাতে তাদের কর্তব্য স্থানে থাকতে হবে।
© 2019 All Rights Reserved Bhawalnews24
Maintened by Sors Technology