Bhawalnews24
জাতীয়

ভার্চুয়ালি বই উৎসব ৩১ ডিসেম্বর

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতে ভাচ্যুয়ালি নতুন বছরের পাঠ্যপুস্তক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩১ ডিসেম্বর সব স্তরের পাঠ্যপুস্তকের উদ্বোধন করা হবে। ১ জানুয়ারি থেকে স্কুলগুলোতে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়া হবে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছর ১ জানুয়ারিতে সারা দেশে বই উৎসব পালন করা হয়ে থাকে। করোনা পরিস্থিতির কারণে এবার এ উৎসব বাতিল করা হয়েছে। তবে প্রতি বছরের মতো এবারো ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী নতুন বছরের পাঠ্যপুস্তক উদ্বোধন করবেন। করোনার কারণে এবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুই মন্ত্রী ও সচিবরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উপস্থিত হবেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভাচ্যুয়ালি যুক্ত হবেন।এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) রতন চন্দ্র পণ্ডিত বলেন, এবার কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব হচ্ছে না। তবে ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নতুন বই উদ্বোধন করবেন। শিক্ষার দুই মন্ত্রণালয় যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানের আয়োজন করবে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বইয়ের মোড়ক উন্মোচন

Related posts

বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা !!!

admin

ইতিহাসকে প্রতিনিধিত্ব করে ডাকটিকিট: মোস্তাফা জব্বার

admin

সব ভূমিসেবা এক ছাদের নিচে আসছে

admin

Leave a Comment