একুশে বাঙালী জাতীর জন্য অহংকার।


shakil প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২২, ৬:২৬ পূর্বাহ্ন / ৩৫
একুশে বাঙালী জাতীর জন্য অহংকার।

আজ থেকে ৭০ বছর আগে মাতৃভাষা আন্দোলনে ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছেলেন আঙালি জাতির সূর্যসন্তানরা। একুশে ফেব্রুয়ারি বাঙালী জাতির এক গৌরবোজ্জ্বল ইতিহাস, এই একুশে ফেব্রুয়ারিকে ঘিরেই যুগে যুগে বাঙালী জাতীকে প্রেরণার উৎস যুগিয়েছে এবং সামনের পথ চলার চেতনার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় “মমতাজ উদ্দীন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ” আব্দুল্লাহ্‌পুর, উত্তরা -এর শিক্ষক-স্টাফ উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন “মমতাজ উদ্দীন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ” -এর সম্মনীত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল এবং প্রধান বক্তা হিসাবে ছিলেন মোঃ শাহিন, ট্রেড ইন্সস্ট্রাটর , শ্রীপুর কারিগরি কলেজ। সঞ্চালনায় ছিলেন ট্রেড ইন্সস্ট্রাটর, সাবিহা রহমান “মমতাজ উদ্দীন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ” আব্দুল্লাহ্‌পুর, উত্তরা, ঢাকা।