তবে কী বদলে যাচ্ছে দিন


hadayet প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২২, ৭:৩০ পূর্বাহ্ন / ৫৪
তবে কী বদলে যাচ্ছে দিন

‘হাউজফুল’ শব্দটি অনেকটাই যেন হারিয়ে যেতে বসেছিল। হারিয়ে যেতে বসেছিল হলে বসে দর্শকদের উচ্ছ্বাসের চিত্র কিংবা লাইন ধরে সিনেমার টিকিট কেনার দৃশ্য। স্ত্রী-সন্তান-পরিবার নিয়ে টিকিট কেটে সিনেমা দেখার দিনও প্রায় শেষ হতে বসেছিল। কালেভদ্রে এমন দৃশ্যের দেখা মিলছিলো। আর করোনার ধাক্কায় তো ‘সিনেমার দিন শেষ’- এমন কথাই কেবল শোনা গেছে খোদ চলচ্চিত্র শিল্পের মানুষদের কাছেই! কিন্তু হঠাৎ করেই যেন বদলে গেছে দৃশ্যপট। করোনার ধাক্কা সামলে গত ঈদ থেকেই দর্শক যেন ফিরতে শুরু করেছেন হলে, তাও পরিবার নিয়ে দেখছেন ছবি। সিনেপ্লেক্সগুলোতে টিকিট কাটার দীর্ঘ লাইন। অন্য হলের অবস্থাও একই। ‘হাউজফুল’ শব্দটিও বার বার উচ্চারিত হচ্ছে। তবে কি বদলে যাচ্ছে দিন? চলচ্চিত্র সংশ্লিষ্ট থেকে শুরু করে দর্শকরাও এর উত্তরে ‘হ্যাঁ’ মিলাচ্ছেন।গত রোজার ঈদে সিয়াম-পূজার ‘শান’ এবং শাকিব খান-পূজার ‘গলুই’ ছবি দুটির মাধ্যমে দর্শকরা আবারও হলে ফিরতে শুরু করে। টানা বেশ কিছুদিন হলগুলোতে ছিল ভিড়। আর এবারের কোরবানির ঈদে অনন্ত জলিল-বর্ষার ‘দিন দ্য ডে’ এবং শরিফুল রাজ-মিমের ‘পরাণ’ মুক্তির পর চিত্র আরও পাল্টে যায়। মুক্তির পর থেকেই টিকিট সংকট শুরু হয়। বিক্রি হয়ে যায় অগ্রিম টিকিট। সিনেপ্লেক্স তো বটেই, ঢাকার বাইরের হলগুলোতেও দেখা দেয় টিকিট সংকট। এ দুটি ছবির জন্য লাইন ধরে টিকিট কেটেছেন দর্শকরা। শো গেছে হাউজফুল। এদিকে এ দুটি ছবির দর্শক জোয়ার শেষ হতে না হতেই গত শুক্রবার মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এবং চঞ্চল চৌধুরী-রাজ-তুষি অভিনীত ছবি ‘হাওয়া’। এ ছবিটি মুক্তির আগেই তিন দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে যায়। ছবির গান ‘সাদা কালা’ ছড়িয়ে যায় দেশের আনাচে কানাচে। দুর্দান্ত দাপটের সঙ্গে এখন চলছে ছবিটি। এদিকে গত বেশকিছু ছবির ‘হাউজফুল’ হওয়ার খবরে স্বস্তি এসেছে চলচ্চিত্রাঙ্গনে। নতুন করে স্বপ্ন দেখছেন এ জগতের মানুষরা। বিষয়টি নিয়ে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখারউদ্দিন নওশাদ বলেন, এটা বাংলা চলচ্চিত্রের জন্য বড় সুখবর। তবে আমি মনে করি এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ‘হাওয়া’র পরও ভালো ছবি দিতে হবে হলে। বাজে ছবি কিন্তু দর্শক নষ্ট করতে পারে। তাই এ ব্যাপারে সাবধান হতে হবে।