চট্টগ্রামে গণপরিবহন বন্ধ ঘোষণা


hadayet প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২২, ৪:৩৪ পূর্বাহ্ন / ৭৬
চট্টগ্রামে গণপরিবহন বন্ধ ঘোষণা

জ্বালানি তেলের নতুন দামের  সাথে  ভাড়া সমন্বয় করার দাবিতে রাতে পেট্রোলপাম্পে তেল  না পাওয়ার প্রতিবাদে বন্দরনগরী চট্টগ্রামে শনিবার সকাল থেকে গণপরিবহন বলেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ 

শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন

 তিনি বলেন, ‘রাতে হঠাৎ করে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে  দেয়া হয়েছে।যেটা একেবারেই অবিশ্বাস্য ছিলো।কিন্তু ভাড়া বৃদ্ধির বিষয়ে কিছুই বলা হয়নি।কাজেই আমরা এভাবে গাড়ি চালাতে পারবো না।এছাড়া সরকারের সেই ঘোষণার পরই পেট্রোল পাম্পগুলো তেল দেয়া বন্ধ করে দিয়েছে। কাজেই আমাদের আর গাড়ি চালানো সম্ভব নয়। আগামীকাল থেকে তাই গাড়ি চলবে না। তবে সরকার যদি জ্বালানি তেলের সাথে গাড়ি ভাড়া সমন্বয় করে,তখন আমাদের গাড়ি আবার চলবে

উল্লেখ্যশুক্রবার রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ডিজেলের দাম প্রতি লিটারে  ৩৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা,কেরোসিনের দাম  ৩৪ টাকা   অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে দেয়। এই সিদ্ধান্ত শুক্রবার রাত ১২টার থেকে বাড়ার কথা।তবে এই সিদ্ধান্ত শুনার  পর  অধিকাংশ পাম্প রাত ১২টার পর  বেশি দামে বিক্রির আশায়  পাম্পগুলো বন্ধ করে দেয়।যেটা নিয়ে তৈরি হয় একধরনের অবস্থা