পেলের যেসব রেকর্ড এখনও অটুট, যা কিছু অজানা


hadayet প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২২, ৪:২১ পূর্বাহ্ন / ৩৬
পেলের যেসব রেকর্ড এখনও অটুট, যা কিছু অজানা

পেলে পরবর্তী সময়ে ফুটবলের অনেক কিছুই বদলে গেছে আমূলে। অনেক ফুটবল তারকা আলো ছড়িয়েছেন এই অঙ্গনে। তবু ফুটবল রাজা পেলের কিছু রেকর্ড এখনও আছে অক্ষত। আরো অনেক লাগবে হয়তো সেই সব আসন থেকে পেলেকে সরাতে।

*ব্রাজিল জাতীয় দলের হয়ে ৭৭টিসহ ক্যারিয়ারে মোট এক হাজার ২৮১টি গোল করেছেন পেলে, যা ছাড়িয়ে যেতে পারেননি কেউই।

*একমাত্র ফুটবলার হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ। জিতেছেন দুটি বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ ও ৯টি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ।

* ১৯৫৮ সালে সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে ১৭ বছর বয়সে বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েন পেলে, যা এখনও অটুট। স্বাগতিক সুইডেনের বিপক্ষে ফাইনালে জোড়া গোলও করেন তিনি।

* ১৯৯৫ সালে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান পেলে, ওই পদে তিনি কাজ করেন ১৯৯৮ সাল পর্যন্ত।

* আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৯৯৯ সালের ভোটাভুটিতে শতাব্দীর সেরা অ্যাথলেটের স্বীকৃতি পান পেলে।

* সান্তোসে ১৯ নভেম্বর পালন করা হয় ‘পেলে দিবস’, তার হাজারতম গোলের বর্ষপুর্তি হিসেবে।

* ১৯৬৭ সালের ঘটনা, নাইজেরিয়ায় চলছিল রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, মারা যাচ্ছিল হাজার হাজার মানুষ। তবে শুধু পেলের খেলা দেখার জন্য ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করেছিল দুই পক্ষ।

* পেলে যখন নিউ ইয়র্ক কসমসে খেলতেন, তখন প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষ দলের অনেক খেলোয়াড় তার সঙ্গে জার্সি বদল করতে চাইতেন। তাই প্রতি ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের সবাইকে একটা করে জার্সি দিতে হতো।

* একদা পেলে বলেছিলেন, ম্যাচে পেনাল্টি থেকে গোল করা কাপুরুষতার মতো।