পূর্ব আরিচপুর(কাজী নজরুল ইসলাম রোড), টঙ্গী, গাজীপুর নিবাসী মো: গিয়াস উদ্দিন এর তিন ছেলে জনাব মোঃ নুরুল ইসলাম, জনাব মোঃ বাছেদ ভূইয়া এবং আব্দুর রহমান বিন ভূঁইয়া জন্মান্ধ হয়ে পৃথিবীতে জন্মগ্রহন করেন। মো: গিয়াস উদ্দিন আর্থিক দৈন্য হীনতার জন্য জন্মান্ধ তিন ছেলেকে চিকিৎসা করতে পারে নাই। যদি জন্মের পর পরই চিকিৎসা করা যেত, তবে জন্মান্ধ থেকে ভাল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আর্থিক দৈন্য হীনতায় তা হয়ে ওঠেনি।
মো: গিয়াস উদ্দিন ছিলেন ধর্মভিরু মুসলমান। আল্লাহর উপর ভরসা রেখে অধম্য চেষ্টায় তার তিন অন্ধ ছেলেকে কোরআনের হাফেজ করেন। এলাকার লোকজন গিয়াস উদ্দিনকে ভাল বাসেন এবং এলাকার লোকজন আর্থিক দৈন্য হীনতার জন্য অনেকেই আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন। এই খবর শোনা মাত্রই গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ মো: জাহিদ আহ্সান রাসেল বলেন, আমার এলাকার একই পরিবারের তিনজন জন্মান্ধ ছেলে আল-কোরআন হাফেজ, আর্থিক দৈন্যতায় থাকবে তাও আবার আমার নির্বাচনী এলাকায়, আমাকে কিছু করতে হবে। পরবর্তীতে মো: জাহিদ আহ্সান রাসেল, তিন জন্মান্ধ ছেলেকে ৮৫,০০০/- (পচাঁশি হাজার) টাকার চেক দিয়ে বলেন, এই টাকা দিয়ে জন্মান্ধ তিন ভাই মুদির দোকান দিয়ে চলতে পারবে। ভবিষৎতে প্রয়োজনে সহায়তার হাত থাকবে বলে উপস্থিত লোকজনের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় আশা ব্যক্ত করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের উদারতা দেখে উপস্থিত লোকজন মুগ্ধ হন। গাজীপুর প্রতিনিধি।
আপনার মতামত লিখুন :