স্বাস্থ্যের এক ফার্মাসিস্টের বেপরোয়া কার্যক্রমে ফুঁসে উঠেছে উত্তরার সরকারি আবাসিক কলোনি !!!


bhawalnews প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ন / ১২৪
স্বাস্থ্যের এক ফার্মাসিস্টের বেপরোয়া কার্যক্রমে ফুঁসে উঠেছে উত্তরার সরকারি আবাসিক কলোনি !!!

নিজস্ব প্রতিবেদক:

একজন সরকারি কর্মচারির প্রতারণা, লোকজনকে অন্যায়ভাবে মারপিট, চাঁদাবাজি, চুরিসহ নানা ধরণের অসম্মানজনক কার্যক্রমের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরা ৮ নং সেক্টরস্থ ডি-টাইপ সরকারি কলোনির বাসিন্দারা। গত ১ আগস্ট কলোনির সমিতি ঘরে এক প্রতিবাদ সভায় কলোনির ১৩/১ এর বাসিন্দা স্বাস্থ্য অধিদপ্তরের ফার্মাসিন্ট মো: জহির উদ্দিনের শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভায় কলোনিবাসিরা নানা অপকর্মের হোতা জহিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টার্সের পরিবেশ ও নিরাপত্তা কমিটির সাধারণ সম্পাদক মো: আলতাবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উত্তরা ডি-টাইপ কলোনি কল্যাণ সমিতি, কলোনিস্থ মসজিদ কমিটি এবং উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টার্সের পরিবেশ ও নিরাপত্তা কমিটির উপদেষ্টা, মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর তথ্য ও জনসংযোগ অফিসার ম. শেফায়েত হোসেন, কমিটির উপদেষ্টা শিব সংকর মোদক, উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টার্সের পরিবেশ ও নিরাপত্তা কমিটির কোষাধ্যক্ষ আলাউদ্দিন বেগ, যুগ্ম সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম, মো: নুরুজ্জামান, দপ্তর সম্পাদক কে এম মনির হোসেন প্রমূখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে কোয়ার্টারের বাসিন্দা প্রকৌশলী রাজিব ও দোকানি রিপনসহ জহিরের হাতে প্রহৃত হওয়ার লোমহর্ষক ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। ডাক্তার এবং মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য পরিক্ষক হিসেবে নিজেকে পরিচয় জাহিরকারি জহিরের প্রতারণাসহ বিমানবন্দরে চুরি এবং ম্যাজিস্ট্রেটের হাতে ধৃত হওয়ার ন্যাক্কারজনক বিভ্ন্নি ঘটনার বিবরণ উঠে আসে প্রতিবাদ সভায়। অনুষ্ঠানে বক্তারা কলোনি এবং কলোনির বাইরে জহিরের অ-কর্মচারিসুলভ আচরণের তিব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা আমাদের বাসায় পরিবার পরিজনসহ শান্তিপূর্ণ এবং ভদ্র একটি পরিবেশ নিয়ে সম্মানের সাথে থাকতে চাই। তারা জহিরকে নিরাপদ ও শান্তিপুর্ণ পরিবেশে সম্মানের সাথে বসবাসের জন্য বড় হুমকি উল্লেখ করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত জহির উদ্দিন এর আগেও কলোনি মসজিদের সম্মানিত একজন ঈমাম সাহেবকে মারধর ছাড়াও সম্প্রতি কোয়ার্টারের সিনিয়র বাসিন্দা প্রকৌশলী জনাব মোয়াজ্জেম হোসেন ভূইয়া রাজিবকে মারপিট, কোয়ার্টারের সাবেক বাসিন্দা প্রকৌশলী সাদেকুর রহমানের বাসায় আক্রমন এবং লোক দিয়ে বাইসাইকেল ছিনতাই এমনকি কোয়ার্টার সংলগ্ন ফুটপাতের দরিদ্র দোকানী রিপন মিয়া জহিরকে অবৈধ মাসোহারা না দেওয়ায় বহিরাগত মাস্তান ভাড়া করে দোকান থেকে রিপনকে টেনে – হেচরে বের করে বেধরক মারপিট করে ( এ ঘটনা পরবর্তি রিপন স্থানীয় পুলিশ স্টেশনে জিডিসহ লিখিত অভিযোগ দায়ের করে)। অনুষ্ঠানে গত ৩১ জুলাই উত্তরা সরকারি ডি টাইপ কলোনি– (১নং চত্ত্বর) এর পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত কমিটির এজিএম চলাকালে জহির উদ্দিনের বিনা উস্কানিতে কমিটির সেক্রেটারিসহ মঞ্চে উপস্থিত অতিথিদের ওপর অতর্কিত চড়াও হওয়ার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। এছাড়াও বক্তারা স্বাস্থ্য অধিদপ্তরের ফার্মাসিস্ট হিসেবে কর্মরত জনাব জহির নিজেকে ডাক্তার এবং মাননীয় প্রধানমন্ত্রীর খাবার পরীক্ষক পরিচয় দিয়ে নিয়োগ বদলি -বাণিজ্যসহ নানাজনের নানা কাজ করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধ সুবিধা গ্রহণ ও প্রতারণা সংক্রান্ত সংশ্লিষ্ট ভূক্তভোগীদের নালিশের বিষয়টিও উঠে আসে। এ নিয়ে বিভিন্ন সময় ভুক্তভোগীরা প্রতিকারের আশায় বিস্তর অভিযোগ নিয়ে জহিরের বিরুদ্ধে কোয়ার্টারের ও স্থানীয় এলাকার নেতৃস্থানীয় লোকজনের দ্বারস্থ হয়েছেন মর্মে বক্তাদের বক্তবে উল্লেখিত হয়। তারা বলেন, জহিরের এ হেন অপকর্ম, দুর্ব্যবহার, সরকারের সিনিয়র কর্মকর্তাদের সাথে অনভিপ্রেত মারমুখি আচরণ কোয়ার্টারবাসির জন্য কেবল অপমানজনকই নয় কোয়ার্টারে মানসম্মান নিয়ে সুস্থ্যভাবে বসবাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। জহির এর আগে বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিতর্কিত জনৈক ইউটিউবার ভাগ্নের নাম ভাঙ্গিয়ে টিভি ইউটিউভ চ্যানেলে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো বলে বক্তারা উল্লেখ করেন। সভায় কলোনিতে বসবাসের সুষ্ঠু পরিবেশ বিনস্ট করার দায়ে সকলের স্বার্থে তার বাসার সরকারি বরাদ্দ বাতিল এবং অপরাপর সকল অপরাধের দায়ে তার বিরুদ্বে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় ।