২৫০ বছর কারাগারে!


hadayet প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২২, ৩:২৬ পূর্বাহ্ন / ৬৪
২৫০ বছর কারাগারে!

দেশজুড়ে এখন ‘হাওয়া’র সুবাতাস বইছে। মুক্তির পর থেকেই সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এর সঙ্গে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয় যেন বাড়তি মাত্রা যোগ করেছে। সেই এখনও কাটেনি, তার মাঝেই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা।

নৌকার মাঝি থেকে এবার চঞ্চল যাচ্ছেন কারাগারে। আর যেখানে তিনি অবস্থান করছেন ২৫০ বছর ধরে! তাও আবার মীরজাফরের খুনি হিসেবে! এরই মধ্যে ‘কারাগার’ সিরিজের ট্রেলারে দেখা মিলল তার এক ঝলক। সিরিজটি হইচই’র জন্য নির্মাণ করেছেন ‘তাকদীর’খ্যাত নির্মাতা আহমেদ শাওকী।

চঞ্চল চৌধুরী জানান, ‘কারাগার’ সিরিজটি উন্মুক্ত হচ্ছে আগামী ১৯ আগস্ট। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, এফ এস নাঈম, পার্থ শেখ প্রমুখ।

এতে দেখা যাবে, একটি কারাগার, সেল নাম্বার ১৪৫। যা গত ৫০ বছর ধরে বন্ধ। আর সেই বন্ধ সেলের ভেতরেই ২৫০ বছর ধরে টিকে আছে একজন কয়েদি। কিন্তু সেটা কীভাবে সম্ভব? এমন রহস্যময় প্রশ্নের জবাব পাওয়া যাবে ‘কারাগার’ সিরিজে।