ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2023 নিয়ে আজ আলোচনা করবো। জুন-আগস্ট ২০২৩ সেশনে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে। ৫৩ তম ব্যাচে জুন-আগস্ট সেশনের ফার্মেসি কোর্সে ভর্তি ২০২৩ অনলাইনে ১৬ এপ্রিল ২০২৩ থেকে শুরু হবে। এই কোর্সে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
অনলাইনে আবেদনপত্র পূরণ, নিম্ববর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত (Upload) ও নির্ধারিত ফি জমা করতে হবে:
পোস্টের শিরোনাম | ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ |
ব্যাচ নম্বর | ৬৩ তম ব্যাচ |
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল |
ওয়েবসাইট ঠিকানা | www.pcb.gov.bd |
কোর্স ও পরীক্ষার ফি | ৫,০০০/- |
আবেদনের যোগ্যতা | এসএসসি / সমমানের |
আবেদন শুরুর তারিখ | ১৬ এপ্রিল ২০২৩ |
অনলাইনে আবেদনের ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি ৫,০০০/- টাকা অনলাইনে ডেভিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নদগ, mCash, AB, t-Cash, Wallet, শিউর ক্যাশ, Dmoney) ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেয়া যাবে। কাউন্সিল নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে পে-অর্ডার/ডি.ডি গ্রহণযোগ্য নয়।
আপনার মতামত লিখুন :