তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। এ কথা জানিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপির এক কর্মকর্তা। আগামী সপ্তাহে দাতাদের একটি বড় সম্মেলনের আগে এই তথ্য প্রকাশ করা হলো।
ইউএনডিপির কর্মকর্তা লুইসা ভিনটন বলেন, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত করা হিসেবে এটি স্পষ্ট, সরকারের উপস্থাপিত এবং আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় প্রস্তুত করা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে।
ভিনটন আরও বলেন, এই পরিসংখ্যানে শুধুমাত্র তুরস্কের তথ্যই দেওয়া হয়েছে। এই পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং অবকাঠামো পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহ করতে আগামী ১৬ মার্চ ব্রাসেলসে একটি দাতা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্বব্যাংক এর আগে তুরস্কে ৩৪.২ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করেছিল। কিন্তু পুনরুদ্ধার এবং পুনর্গঠনের খরচ অনেক বেশি হবে এবং ভূমিকম্পের কারণে সৃষ্ট অর্থনৈতিক ব্যাঘাতের সাথে তুরস্কের মোট দেশীয় পণ্যের ক্ষতিও যোগ হবে।
তুরস্কের সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় ২০ লাখ মানুষকে অস্থায়ী বাসস্থানে রাখা হয়েছে বা ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ১৫ লাখ মানুষ তাঁবুতে বাস করছে এবং ৪৬ হাজার মানুষকে কন্টেইনার হাউসে স্থানান্তরিত করা হয়েছে। অন্যরা ডরমেটরি এবং গেস্টহাউসে অবস্থান করছে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ৫২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বর্তমানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রায় ১৫ লাখ লোক তাঁবুতে বাস করছে। আর ৪৬ হাজার লোককে কন্টেইনার বাড়িগুলোতে সরিয়ে নেয়া হয়েছে। অন্যরা ডরমিটোরি ও গেস্টহাউসগুলোতে বসবাস করছে।
আপনার মতামত লিখুন :