বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটি আরো ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির তথ্যানুসারে, লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র বন্দরসমূহে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেটের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে জারি রয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
এদিকে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম সাগরে লঘুচাপটি তৈরি হয়েছে। সেটি আরও প্রবল হয়ে উঠতে পারে। এখন পর্যন্ত সেটা ভারতের দিকে যাবে বলেই ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :