পিএসজির গোল উৎসবের ম্যাচে এমবাপের ৫


hadayet প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ৩:৪২ পূর্বাহ্ন / ৪০
পিএসজির গোল উৎসবের ম্যাচে এমবাপের ৫

পুঁচকে প্রতিপক্ষ পেয়ে যেন ছেলেখেলায় মেতে উঠল পিএসজি। কিলিয়ান এমবাপে একাই করেছেন পাঁচ গোল। ফরাসি ফুটবলের ষষ্ঠ সারির ক্লাব পি দে কেসেলকে গোলে ভাসিয়ে ফরাসি কাপের শেষ ষোলোয় উঠল ক্রিস্তফ গালতিয়ের দল।

ফ্রান্স ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ বত্রিশে সোমবার রাতে ৭-০ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। লিওনেল মেসি ছাড়া খেলতে নামা দলটির অন্য দুটি গোল করেন নেইমার ও কার্লোস সলের।

ম্যাচ শুরু হতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ল পিএসজি। দশম মিনিটে জালে বল পাঠান এমবাপে, তবে সেই যাত্রায় বাজে অফসাইডের বাঁশি। গোল হতে অবশ্য খুব বেশি দেরি হয়নি। প্রথমার্ধেই চারবার জালে বল পাঠিয়ে জয়ের পথে এগিয়ে যায় তারা। এমবাপের হ্যাটট্রিক পূরণ হয় ৪০তম মিনিটে।