কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষন জনপ্রিয়করণ ­- সময়ের দাবী


hadayet প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৩, ৪:২৯ পূর্বাহ্ন / ৮৪
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষন জনপ্রিয়করণ ­- সময়ের দাবী

গত ২১-০৩-২০২৩ খ্রি. তারিখে প্রফেশনাল TVET নেটওয়ার্ক, প্লান ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর যৌথ উদ্যোগে ”কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষন জনপ্রিয়করণ” শীর্ষক সারাদিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর সম্মানিত চেয়ারম্যান জনাব আলী আকবর খান এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন জনাব ড. মো: ওমর ফারুক, মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর। উক্ত কর্মশালায় বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন  মি. পিটার জেআর বেলেন, আইএলও; প্লান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর জনাব কবিতা বোস, বিশ্ব ব্যাংক বাংলাদেশ এর সিনিয়র অপারেশন ম্যানেজার জনাব মো: মোখলেছুর রহমান, ইনফরমাল সেক্টর ইন্ডাষ্ট্রি স্কিলস্ কাউন্সিল এর চেয়ারম্যান জনাব মির্জা নুরুল গনি শোভন, টিভিইটি প্রফেশনাল নেটওয়ার্ক এর টিভিইটি এক্সপার্ট এন্ড ফাউন্ডার মেম্বার মো: ফিরোজ আলম মোল্লা। সারাদিন ব্যাপী উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্লান ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর প্রোগ্রাম ডেভেলপমেন্ট এন্ড লার্নিং জনাব জলি নূর হক এবং টিভিইটি প্রফেশনাল নেটওয়ার্ক এর নেশনাল কনসালটেন্ট ও ফাউন্ডার মেম্বার জনাব সেলিনা চৌধুরী। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষন এর বিষয়ের উপর এই কর্মশালার উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন বাকাশিবো এর ডেপুটি ডিরেক্টর (কোর্স এক্রিডিটেশন) জনাব এস এম শাহজাহান। সমগ্র কর্মশালায় মুখ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করেন- টিভিইটি প্রফেশনাল নেটওয়ার্ক এর ন্যাশনাল কনসালটেন্ট ও ফাউন্ডার মেম্বার জনাব ইসতানুল কবীর। কর্মশালাটির গ্রুপ ইনফরমেশন ও সঞ্চালনায় দায়িত্ব পালন করেন জনাবা রোখশানা আক্তার ও টিভিইটি প্রফেশাল জনাব ইস্তানুল কবীর।

”কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষন জনপ্রিয়করণ” শীর্ষক সারাদিনব্যাপী আলোচনায় দেশ বরেন্য শিক্ষাবিদ, প্রফেশনাল ব্যক্তিবর্গ, কারিগরি শিক্ষাঙ্গনের কর্মকর্তাগন বক্তব্যের মাধ্যমে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষন এর জনপ্রিয়করন আলোচনায় কিছু বাধা বিপত্তির কথা উল্লেখ্ করেন। বক্তারা উল্লেখ্ করেন যে দেশের কারিগরি শিক্ষা যত সমুন্নত ও প্রসিদ্ধশালী, সেই দেশ তত উন্নত। প্রয়োজনে বিভিন্ন সরকারী প্রকল্পে অন্তর্ভূক্ত করার জন্য উপস্থিত ব্যাক্তিবর্গ মতামত প্রদান করেন এর মাধ্যমে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষন কার্যক্রম বেগমান হবে বলে মতামত প্রদান করেন।