টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক


hadayet প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৪, ৪:৪৬ পূর্বাহ্ন / ২৫
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্থানীয় সময় সকলা ১০টায় মাঠে গড়াবে ম্যাচটি।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ১০৫তম খেলোয়াড় হিসেবে ক্রিকেটের অভিজাত আঙিনায় পা রাখলেন জাকের আলী অনিক। ১৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলার পর টেস্ট অভিষেক হল এ ব্যাটারের।

এদিকে মিরপুর টেস্ট ঘিরে স্টেডিয়ামের বাহিরে কড়া নিরাপত্তা। সেনাবাহিনীর মহড়া। জিরো ট্রাফিক। সব দোকানপাট বন্ধ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ।