বায়ুদূষণে বিশ্বের ১২৬ দেশের মধ্যে আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে, আজ ঢাকার বায়ু যতটা দূষিত, তা এ বছর আগে তা কখনো হয়নি। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে আজ সকাল ৯টায় ঢাকার স্কোর ছিল ৩৪১। এ মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আজ অস্বাস্থ্যকর ঢাকার বাতাস। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এগুলো হলো ইস্টার্ন হাউজিং ২ (স্কোর ৪৮৭), আগা খান একাডেমি (৩৯৮), ঢাকার মার্কিন দূতাবাস (৩৯৮)।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৫০ শতাংশ বেশি।
এদিকে, আজ সকালে বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটির স্কোর ৩৬০।
আপনার মতামত লিখুন :