গত ০৬/০২/২০২৫খ্রি: বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ফ্যাসিবাদ দোসর, শিক্ষা-ব্যবস্থা ধ্বংসের খলনায়ক, মাউশির ডিজি এহতেসাম ও নায়েমের ডিজি জুলফিকার সহ সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারনের দাবীতে “শিক্ষা ভবন” ঘেরাও কর্মসূচী পালন করেন “শিক্ষক কর্মচারী ঐক্যজোট”| এতে -বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ- এর পুর্ণ আস্থা ও সম্মতি জ্ঞাপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত ঘেরাও কর্মসূচীতে উপস্থিত ছিলেন “শিক্ষক কর্মচারী ঐক্যজোট”-এর সম্মানীত চেয়ারম্যান-অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া, মহাসচিব-মোঃ জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য-অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন লিটন, অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা, যুগ্ম-মহাসচিব-মোঃ খোকন সহ আরও অনেকে। ঘেরাও কর্মসূচীতে সম্মানীত চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া বলিষ্ট কন্ঠে বলেন ৫ই আগষ্ট ২০২৪ ছাত্র-জনতার অভুত্থ্যানে ফ্যাসিবাদ সরকার বিদায় হলেও প্রশাসনের রন্ধে রন্ধে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে এবং পদায়ন সহ পদোন্নতির ক্ষেত্রে ফ্যাসিবাদ দোসররা আবার এগিয়ে আছে। তিনি আগামী ১২/০২/২০২৫ইং তারিখের মধ্যে নায়েমের ডিজি জুলফিকার এবং মাউশির ডিজি এহতেসাম সহ শিক্ষা ভবনের সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারনের জন্য আলটিমেটাম দিয়ে ঘেরাও কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন।
আপনার মতামত লিখুন :