সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (২০ এপ্রিল) ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। ২০২৫/২৭ টেস্ট সাইকেল শুরু করার আগে মোক্ষম প্রস্তুতির শেষ সুযোগ। টস জিতে টাইগার অধিনায়ক শান্তের মুখেও সে কথা।গেল কয়েকদিন ধরেই মুখ গোমরা সিলেটের আকাশ। টস এর সময়েও তাই আলোচনায় বৃষ্টি। শঙ্কার মধ্যেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। তাতে অবশ্য বিচলিত নন তিনি। প্রথমে ব্যাট করার জন্য উইকেট যথেষ্ট ভালোই মনে করছেন তিনি।
আপনার মতামত লিখুন :