দেশের বাজারে সোনার দাম বেড়েই চলেছে। আজ মঙ্গলবার থেকে সোনার দাম আবারও ভরিতে প্রায় সাড়ে চার হাজার টাকা বাড়ছে।
ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—
• ২২ ক্যারেট : ভরিপ্রতি ২,১৩,৭১৯ টাকা
• ২১ ক্যারেট : ভরিপ্রতি ২,০৪,০০৩ টাকা
• ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৭৪,৮৫৫ টাকা
• সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৪৫,৫২০ টাকা
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।
এদিকে, সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ২০৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৮০২ টাকায়।
আপনার মতামত লিখুন :