হলের ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু, মেডিকেলে ভাঙচুর


hadayet প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২২, ৫:৫৭ পূর্বাহ্ন / ৭৫
হলের ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু, মেডিকেলে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে শাহরিয়ার রহমান নামে এক শিক্ষার্থীর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের চতুর্থ বর্ষে অধ্যয়নরত ও হবিবুর রহমান হলের ৩৫৪ নাম্বার রুমের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ী দিনাজপুরের বিরল উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সে রাত ৮টার দিকে হলের তিন তলায় ফোনে কথা বলছিল। সেসময় হয়ত অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে তার মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। ফলে অজ্ঞান হয়ে যায় শাহরিয়ার। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় পরে তাকে রামেকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী হল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মেডিকেলে ভাঙচুর

এদিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে সময় মতো ডাক্তার না আসায় মেডিকেলে ভাঙচুর করে শাহরিয়ারের সহপাঠীরা। তাদের অভিযোগ রাত সোয়া আটটায় শাহরিয়ারকে নিয়ে যাওয়া হলেও পৌনে এক ঘণ্টা পর্যন্ত ডাক্তার আসেনি। কাজ হচ্ছে হচ্ছে বলে সময় ক্ষেপণ করেছে।

ঘটনাস্থলে থাকা জাহাঙ্গীর নামে এক শিক্ষার্থী বলেন, শাহরিয়ার ভাইকে সোয়া আটটার দিকে মেডিকেল নিয়ে যাওয়া হয়। কিন্তু রাত সোয়া নয়টায় পর্যন্ত তার কোনো চিকিৎসা শুরু হয়নি। কোনো ডাক্তার নাই। একজন ইন্টার্নি ডাক্তার আছেন।