রাজধানীর আরামবাগে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দাবি বেতন পরিশোধ


hadayet প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২২, ৬:৩২ পূর্বাহ্ন / ৪২
রাজধানীর আরামবাগে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দাবি বেতন পরিশোধ

রাজধানীর আরামবাগ এলাকায় পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন আজ সকাল আটটায় সড়ক অবরোধ শুরু করেন পোশাকশ্রমিকেরা তাঁদের দাবি, পোশাকমালিকেরা বেতনভাতা পরিশোধ না করেই কারখানা সরিয়ে নিচ্ছেন

কমলাপুরের একটি পোশাক কারখানা রাজধানীর উত্তরখানে যাচ্ছে। কিন্তু শ্রমিকেরা বলছেন, তাঁদের বেতনভাতা পরিশোধ না করেই পোশাক কারখানাটি চলে যাচ্ছে। বেতনভাতা না দেওয়ায় পোশাকশ্রমিকেরা পথে নেমেছেন। আজ সকাল আটটায় হাজারো শ্রমিক বেতন পরিশোধের দাবিতে কমলাপুর রেলস্টেশনের পাশে বিআরটিসির বাস ডিপোর সামনে বিক্ষোভ শুরু করেন

শ্রমিকেরা লাইনে দাঁড়িয়ে দাবিদাওয়া জানাচ্ছেন রাজধানীর কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এক পাশে দাঁড়িয়ে শ্রমিকেরা অবরোধ করছেন

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের দাবি, তাঁদের বেতনভাতা পরিশোধ না করেই পোশাক কারখানাটি চলে যাচ্ছে। তাঁরা পথে নেমেছেন বেতনভাতা পরিশোধের দাবিতে। এতে রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এক পাশে সীমিত আকারে যান চলছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে