গতকাল আনুষ্ঠানিক কোনো অনুশীলন ছিল না লিটন বাহিনীর। শুক্রবার বলে ক্রিকেটাররা জুমার নামাজ আদায় করেন আবুধাবির বিখ্যাত শেখ আবু জায়েদ গ্রান্ড মসজিদে। নামাজ আদায় করে ক্রিকেটাররা ফিরে যান টিম হোটেলে। কেউ কেউ দুপুরের খাবার খেতে বাইরে যান। কেউ হোটেলে খেয়ে নেন। হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন টাইগাররা। আজকের ম্যাচটি দলের জন্য সুপার ফোরে খেলার হাতছানি দিচ্ছে। তেমনই ম্যাচটি টাইগার অধিনায়ক লিটনেরও হাতছানির ম্যাচ। হংকংয়ের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলে লিটন পেছনে ফেলেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। টি-২০ ক্রিকেটে লিটনের রান সাকিব আল হাসানের পেছনে। হংকং ম্যাচে মাহমুদুল্লাহর চেয়ে ৭ রান পেছনে থেকে খেলতে নামেন। ৫৯ রান করায় লিটনের রান এখন ১১১ ম্যাচে ২৪৯৬। মাহমুদুল্লাহর রান ১৪১ ম্যাচে ২৪৪৪। সাকিবের রান ১২৯ ম্যাচে ২৫৫১। আজ যদি ৫৬ রানের একটি ইনিংস খেলতে পারেন টাইগার অধিনায়ক, তাহলে লিটন এককভাবে হবেন টি-২০ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। হাফ সেঞ্চুরির ইনিংস খেললেও নাম লিখবেন সাকিবের পাশে। অধিনায়ক সাকিব অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশ পাঁচবার হাফ সেঞ্চুরি করেছেন। অধিনায়ক লিটনের হাফ সেঞ্চুরি চারটি। অবশ্য টি-২০ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১৫টি হাফ সেঞ্চুরি লিটনের। সাকিবের হাফ সেঞ্চুরি ১৩টি। দারুণ ছন্দে থাকা লিটন সর্বশেষ চার ম্যাচের তিনটিতে হাফ সেঞ্চুরি করেছেন। ১০ ম্যাচে হাফ সেঞ্চুরি চারটি। ম্যাচের স্কোরগুলো যথাক্রমে ৫৯, ৭৩, ১৮*, ৫৪*, ৮, ৮, ১, ৩২, ৭৬ ও ৬। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে দুটি এবং শ্রীলঙ্কার একটি হাফ সেঞ্চুরি করেন।
অধিনায়ক লিটনের মতো হাতছানি রয়েছে ডান হাতি ফাস্ট বোলার তাসকিনের। মাত্র চারটি উইকেট পেলে তাসকিন বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট শিকারের মাইলফলক গড়বেন। হংকং ম্যাচে ২ উইকেট নেওয়ার পর ডান হাতি পেসারের উইকেট সংখ্যা এখন ৭৯ ম্যাচে ৯৬টি। তার চেয়ে ওপরে রয়েছে সাকিব ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট এবং মুস্তাফিজ ১১৪ ম্যাচে ১৪২টি। আজ কি পারবেন তাসকিন শত উইকেটের মাইল ফলক গড়তে?
শ্রীলঙ্কা, আফগানিস্তানকে নিয়ে বাংলাদেশের গ্রুপকে বলা হয় ডেথ গ্রুপ। এ গ্রুপ থেকে সুপার ফোরে খেলার সম্ভাবনা রয়েছে তিন দলেরই। এরই মধ্যে বাংলাদেশ ও আফগানিস্তান হারিয়েছে হংকংকে। ফলে আইসিসি সহযোগী দেশটির সুপার ফোরে খেলা শেষ হয়ে গেছে।
আপনার মতামত লিখুন :