১০ ডিসেম্বরে চোখ পরিবহন নেতাদের


hadayet প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২২, ৩:৪৯ পূর্বাহ্ন / ১১৪
১০ ডিসেম্বরে চোখ পরিবহন নেতাদের

বিএনপির আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশ সামনে রেখে এখন পর্যন্ত ঢাকায় কোনো পরিবহন ধর্মঘট ডাকা হয়নি। তবে পরিবহন খাতের কেউ কেউ আশঙ্কা করছেন, গণসমাবেশের দুদিন আগে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এরই মধ্যে কিছু বাসের কাউন্টারে ৭ ডিসেম্বরের পরের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রয়েছে।

টিকিট বিক্রি বন্ধ রাখার যুক্তি হিসেবে পরিবহনকর্মীরা বলছেন, গাড়ি চলবে কি চলবে না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পরিবহন নেতারা। এর পর সিদ্ধান্ত জানানো হবে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী খান আমাদের সময়কে বলেন, ‘গাড়ি বন্ধের সঙ্গে রাজনৈতিক কর্মসূচির সম্পর্ক নেই। বাসমালিকরা গাড়ি বের করলে শ্রমিকরা চালাতে আপত্তি করবেন না।’ বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের ইন্ধনে পরিবহন মালিক-শ্রমিকরা বিএনপির সমাবেশের আগে সব ধরনের গাড়ি বন্ধ করে দিচ্ছে। সমাবেশে যাতে লোকসমাগম কম হয়, সে জন্য গাড়ি বন্ধ রাখার কৌশল নেওয়া হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, বিএনপির সমাবেশ কেন্দ্র করে পরিবহন বন্ধের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের অতীত অভিজ্ঞতায় কোনো কোনো মালিকের মধ্যে ভয় কাজ করতে পারে।

সংশ্লিষ্টরা জানান, গণসমাবেশ কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হলেও নয়া পল্টনেই সমাবেশ করার অনড় অবস্থানের কথা বলে আসছে বিএনপি। এর আগে বিএনপির বিভাগীয় সমাবেশগুলো শান্তিপূর্ণ হলেও সবগুলোয় আগের দিন থেকে গণপরিবহন বন্ধ ছিল। এবার বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার গুঞ্জন চলছে। যদিও এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। দুই-এক দিন পর বোঝা যাবে, গাড়ি চলবে কিনা। তবে ঢাকার সমাবেশের সময়ও আন্তঃজেলা ও দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলে রাজধানীর সঙ্গে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।