বেঁধে দেওয়া তেলের দাম মানবে না রাশিয়া


hadayet প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২২, ৪:৪২ পূর্বাহ্ন / ৪১
বেঁধে দেওয়া তেলের দাম মানবে না রাশিয়া

পশ্চিমাদের বেঁধে দেয়া তেলের দাম রাশিয়া মানবে না এবং কীভাবে এর জবাব দেওয়া যায় সেই উপায় খোঁজা হচ্ছে বলে রবিবার হুংকার দিয়েছে ক্রেমলিন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির সাত দেশের সংগঠন জি-৭, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া সমুদ্র পথে রপ্তানি করা রাশিয়ার তেলের মূল্য ব্যারেল প্রতি ৬০ ডলার নির্ধারণ করে দিয়েছে।

তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় কমানোই তাদের উদ্দেশ্য। এর মাধ্যমে তারা রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে ইউক্রেন যুদ্ধে মস্কোর অর্থের জোগান কমাতে চাইছে। আজ ৫ ডিসেম্বর থেকে তেলের দামের নতুন এই নিয়ম কার্যকর হওয়ার কথা। যার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তেলের মূল্য নির্ধারণের জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে মস্কো। পেসকভ বলেন, রাশিয়া এই মূল্য নির্ধারণ মেনে নেবে না।