রাস্তায় কোনো সমাবেশ করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার


hadayet প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২২, ৪:৫৭ পূর্বাহ্ন / ৫৩
রাস্তায় কোনো সমাবেশ করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

নয়াপল্টনে রাস্তায় বিএনপিকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের নিরাপত্তা নিয়ে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় কোনো জনসমাবেশ করতে দেওয়া হবে না। তবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে নিরাপত্তার দায়িত্ব পুলিশের।

তিনি বলেন, কোনো ধরনের আইন ভঙ্গ করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নয়াপল্টনে পুলিশের নিয়মিত চেকপোস্ট করছে, বাড়তি কোনো বাধা দেওয়া হচ্ছে না বিএনপিকে।

নয়পল্টন বাদে কোনো বিকল্প স্থানে সমাবেশ করতে চাইলে ডিএমপি বিষয়টি দেখবে বলেও জানান কমিশনার।

তিনি বলেন, বিএনপি সিদ্ধান্ত বদল না করলে, আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ নিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিএনপি রাস্তা দখল করছিল বলেই পুলিশ আইনি ব্যবস্থা নিয়েছে।