ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন


hadayet প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ৩:০৭ পূর্বাহ্ন /
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি২০ ক্রিকেট সিরিজে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোজাহিদ আহসান রাসেল 

মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদেরও অভিনন্দন জানান তিনি। 

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটে তাদের সামর্থ শক্তিমত্তার পরিচয় দিয়েছে। পুরো সিরিজেই লড়াকু মনোভাব ছিলো টাইগারদের। গৌবরোজ্জল এই অর্জন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে। নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে এই বিজয়