গাজীপুরে অনিয়ম হলে গ্রেফতার: ইসি আলমগীর


hadayet প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ৭:০২ পূর্বাহ্ন / ১১
গাজীপুরে অনিয়ম হলে গ্রেফতার: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত যে পরিস্থিতি শৃঙ্খলার সঙ্গেই ভোট হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও নিজস্ব পর্যবেক্ষকরা যে রিপোর্ট আড়াই ঘণ্টায় পাঠিয়েছে তাতে ভালো ভাবেই ভোটগ্রহণ হচ্ছে। খারাপ কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গেও কথা হয়েছে, তারা বলছে পরিবেশ ভাল।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মো. আলমগীর।

সিসি ক্যামেরা ও ইভিএমে ত্রুটি ধরা পড়ার বিষয়টি ব্যাখ্যায় তিনি বলেন, ইভিএম ট্রাবলশ্যূট করার পর পাঁচ-দশ মিনিটে ঠিক হয়ে গেছে। আর ইন্টারনেট না থাকার কারণে কয়েকটি সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি আমরা এখান থেকে দেখতে পাইনি। তবে রেকর্ড হচ্ছিল। আজকে ১২টায় দেখা যায়নি। অনিয়ম হলে গ্রেফতার হবে। তবে অফিসিয়ালি এখনও আমরা পাইনি।

কোনো কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেওয়া না হলে আমাদের অভিযোগ দেওয়া উচিত ছিল। কেউ এখনও অভিযোগ দেয়নি।