আমাদের আরও আগে জেতা উচিত ছিল: সাকিব


hadayet প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৩, ২:৩৯ পূর্বাহ্ন / ২৩
আমাদের আরও আগে জেতা উচিত ছিল: সাকিব

শেষ ওভারে এসে যেন পুরো বাংলাদেশকে থমকে দিয়েছিলেন আফগানিস্তানের বোলার করিম জানাত। তবে শেষ রক্ষা করতে পারেননি তিনি। শ্বাসরুদ্ধকর টি-টোয়েন্টি ম্যাচে করিমদের বিপক্ষে দীর্ঘদিন পরে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। তবে ম্যাচটিতে আরও আগে জয় তুলে নেয়া উচিত ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘ম্যাচটি মিরাজ শেষ করে আসতে পারত। তাতে আরও আগে আমরা জিততে পারতাম। আমাদের সেটিই উচিত ছিল। কিন্তু টি-টোয়েন্টি খেলা এমনই হয়। শেষদিকে স্নায়ু চাপ বেড়ে গিয়েছিল। তবে ব্যাটসম্যানদের ওপরে বিশ্বাস ছিল। আজ শরিফুল কাজটি শেষ করে এসেছে।’

এ দিন প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন অধিনায়ক সাকিব আল হাসান। আফগানদের দেয়া ১৫৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগার বাহিনী। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। আফগানিস্তানের হয়ে হ্যাটট্রিক উইকেট তুলে নেন করিম জানাত।

প্রসঙ্গত, ২০২২ সালের মার্চে মিরপুরে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপরে আফগানদের বিপক্ষে পরবর্তী জয় পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় ১৬ মাস। তবে দীর্ঘদিন পরে হলেও বাংলাদেশের জয়ে খুশি ক্রিকেট ভক্তরা।