ঢাকার হাসপাতালগুলোতে রাজধানীর বাইরের ডেঙ্গু রোগীর সংখ্যাই বেশি


hadayet প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৩, ৪:১২ পূর্বাহ্ন / ১০০
ঢাকার হাসপাতালগুলোতে রাজধানীর বাইরের ডেঙ্গু রোগীর সংখ্যাই বেশি

ডেঙ্গু রোগীদের চাপে হিমশিম অবস্থা কিছুটা কেটেছে রাজধানীর হাসপাতালগুলোতে। তবে ডেঙ্গু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। নগরবাসীর অভিযোগ, মশক নিধনে কার্যকর কোনো পদক্ষেপ নেই সিটি করপোরেশনের। চিকিৎসকরা বলছেন, বর্তমানে ঢাকার চেয়ে ঢাকার বাইরের রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার রোগী কিছুটা কমলেও তাতে স্বস্তির কিছু নেই।

রাজধানীর মুগদা হাসপাতাল। যেখানে প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তি থাকত পাঁচশর বেশি। শুক্রবার সেখানে ভর্তি রোগীর সংখ্যা ২৯৩ জন। এমন পরিস্থিতি চলছে বেশকিছু দিন ধরেই। এখন রোগীদের মেঝেতে থাকতে হচ্ছে না। মিলছে শয্যা।

ডেঙ্গুরোগীদের চাপে হিমশিম অবস্থা কিছুটা কেটেছে রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতে। তবে এখনও ডেঙ্গু আতঙ্কে নগরবাসী। তাদের অভিযোগ, মশক নিধনে কার্যকর কোনো পদক্ষেপ নেই সিটি করপোরেশনের।

মুগদা হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বলেছেন, বর্তমানে ঢাকার চেয়ে ঢাকার বাইরের রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে। তবে ডেঙ্গুর লক্ষণে তেমন কোনো পরিবর্তন হয়নি। এখনও জটিল হচ্ছে রোগীর শারীরিক অবস্থা। 

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজীর আহমেদ বলেন, ঢাকার রোগী কিছুটা কমলেও তাতে স্বস্তির কিছু নেই। সামনের দিনগুলোতে আবারও পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে।

এখনও যেহেতু বর্ষা শেষ হয়নি তাই মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।