শ্রীপুরে মিজানুর রহমান খান মহিলা কলেজের সভাপতির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা, শেখ নাজমা আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পূণ:বহাল করে হাইকোর্টের রায়


hadayet প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৩, ৩:৩৪ পূর্বাহ্ন / ৫০
শ্রীপুরে মিজানুর রহমান খান মহিলা কলেজের সভাপতির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা, শেখ নাজমা আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পূণ:বহাল করে হাইকোর্টের রায়

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষার পাদপীঠ মিজানুর রহমান খান ডিগ্রী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তার লিজার অপসারনকে অবৈধ ঘোষণা করে তাকে পূণ:বহাল করেছে হাইকোর্ট। এছাড়াও বর্তমান সভাপতির নিগার সুলতানা ঝমার ১২/৯/২৩ ইং তারিখে এ সংক্রান্ত নেওয়া আব্দুল বাতেন আকন্দকে ভারপ্রাপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার একক সিদ্ধান্ত সহ  সকল কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করেছে হাইকোর্টের একটি যৌথ বেঞ্চ। জানা গেছে, আজ হাইকোটের বিচারপতি  ইকবাল কবীর ও আহমেদ সোহেল বেঞ্চ এ আদেশ প্রদান করে।যার অফিস অর্ডার নং:-INSO2-1/00157/2017/5516/60299, তারিখ  ১৭/৯/২৩।  উক্ত আদেশের ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তার লিজা’র অপসারন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। একই সাথে ১২/৯/২৩ ইং তারিখে নেওয়া বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতির সকল কার্যক্রমকেও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্টের উল্লেখিত বেঞ্চ। ফলে শেখ নাজমা আক্তার লিজা আবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পূণ:বহাল হলেন। উল্লেখ্য, কোন মিটিং ও রেজুলেশণ ছাড়াই বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি একক ক্ষমতাবলে ১২/৯/২৩ ইং তারিখে কলেজটির প্রতিষ্ঠাতা সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তার লিজাকে তার স্বপদ থেকে অপসারণ করেন।
উক্ত অপসারানের বৈধতার বিষয়ে চ্যালেঞ্জ  জানিয়ে শেখ নাজমা আক্তার লিজা হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। উক্ত পিটিশণের উপর শুনানী শেষে সকল পেপারস পর্যালোচনা ও পর্যবেক্ষণ করে তার অপসারণকে আজ অবৈধ ঘোষনা করেছে হাইকোর্টের
একটি যৌথ বেঞ্চ
এ রায়ের ফলে উল্লেখিত তারিখে নেওয়া সকল সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হয়েছে।এর ফলে ফলে শেখ নাজমা আক্তার লিজা আবার কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ  হিসেবে পূণ:বহাল হলেন।