ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন ট্রেন যাত্রীরা


hadayet প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ৪:৩৬ পূর্বাহ্ন / ৪১
ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন ট্রেন যাত্রীরা

ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন রেলপথের যাত্রীরা। প্রতিটি ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে। ফলে ভোগান্তি ছাড়া স্বস্তির ঈদযাত্রায় উচ্ছ্বসিত যাত্রীরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ঈদযাত্রা। সকাল থেকে প্রতিটি ট্রেনই যথা সময়ে ছেড়ে গেছে দেশের বিভিন্ন গন্তব্যে।

যাত্রার দ্বিতীয় দিনেও কোনো ভোগান্তি ছিল না ট্রেনগুলোতে। প্রতিটি ট্রেনই ছিল বেশ ফাঁকা, ফলে স্বস্তি নিয়ে নাড়ির টানে ছুটছেন যাত্রীরা।
যাত্রার শুরুর দিকে পরিবার-পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন অনেকেই। তারা বলছেন, ঈদের আগ দিয়ে বাড়বে যাত্রী চাপ। তাই ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পথ ধরছেন তারা।