ট্রাম্প: মৃত্যু নিশ্চিত ছিল, ভাগ্যে বেঁচে গেছি


hadayet প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৪, ৫:৩৬ পূর্বাহ্ন / ১৭
ট্রাম্প: মৃত্যু নিশ্চিত ছিল, ভাগ্যে বেঁচে গেছি

‘আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আমার বেঁচে থাকার কথা ছিল না।’ পেনসিলভানিয়ার এক নির্বাচনী সমাবেশে হত্যাচেষ্টার পর মুখ খুলে এভাবেই নিজের ‘অলৌকিক’ বেঁচে যাওয়ার কথা জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনার পর প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভাগ্য, নয়তো ঈশ্বরের ইচ্ছায়’ তিনি আজও বেঁচে আছেন।

গত শনিবারের এই ঘটনায় একজন দর্শক নিহত এবং দুইজন গুরুতর আহত হন। হামলাকারী ২০ বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকসকে ঘটনাস্থলেই সিক্রেট সার্ভিস গুলি করে হত্যা করে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি যখন মাথা ঘুরিয়েছিলাম, ঠিক সেই মুহূর্তেই গুলিটা এসেছিল। সামান্য এদিক ওদিক হলেও আমার বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না।’

ঘটনার পর দর্শকদের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘সেই মুহূর্তে সবার মধ্যে একটা ভিন্নরকম শক্তি অনুভব করেছি। আমি জানতাম, পুরো বিশ্ব তখন আমাদের দিকে তাকিয়ে আছে। ইতিহাস এই ঘটনার বিচার করবে। আমার কর্তব্য ছিল সবাইকে জানানো, আমরা নিরাপদে আছি।’

হত্যাচেষ্টার পর তার রাজনৈতিক কর্মসূচী পরিবর্তনের কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘এখন আমার বক্তব্য আরও গুরুত্বপূর্ণ। এখন সময় আমেরিকাকে একত্রিত করার।’

অন্যদিকে, হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সহিংসতা কোনো সমাধান নয়। আমেরিকায় আমরা গণতন্ত্রের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আমাদের মতামত প্রকাশ করব, গুলি দিয়ে নয়।’