মহান বিজয় দিবস অনুষ্ঠান পালন উপলক্ষ্যে বাংলাদেশ ক্লাব লিমিটেড ১ম পর্বে শিশু -কিশোরদের জন্য আবৃত্তি ও অংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জনাব এম কফিল উদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক-রশিদ গ্রুপ ও যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি), আরও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য জনাব বগতিয়ার, মনির হোসেন ইমন, মিনহাজ মিয়া ও এডভোকেট এফ ইসলাম চন্দন সহ প্রমুখ। আবৃত্তি ও অংকন প্রতিযোগীতায় বিজয়ি শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার প্রদান করেন ক্লাবের সভাপতি জনাব এম কফিল উদ্দিন। মহান বিজয় দিবস অনুষ্ঠান পালন উপলক্ষ্যে বাংলাদেশ ক্লাব লিমিটেড এর সভাপতি জনাব এম কফিল উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তবে তিনি উপস্থিত ব্যক্তি বর্গ এবং শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, এই ধারা অব্যাহত থাকবে এবং এতে করে শিশু-কিশোরগন মহান বিজয় দিবস সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি ফ্যাসিবাদ সরকার পতনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে মহান বিজয় দিবসের শক্তি উপলদ্ধি করতে পারবে।
আপনার মতামত লিখুন :