শেষ ম্যাচে একাদশে থাকবেন মুশফিক-মাহমুদউল্লাহ?


hadayet প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ন /
শেষ ম্যাচে একাদশে থাকবেন মুশফিক-মাহমুদউল্লাহ?

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করা আসরে এখনও জয়ের সন্ধানে বাংলাদেশ। বরাবরের মতো আরও একবার আইসিসির টুর্নামেন্টে হতাশা উপহার দিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ দিয়ে আজই শেষ হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। নিয়ম রক্ষার ম্যাচ হলেও শেষটা জয় দিয়েই শেষ করতে চায় নাজমুল হোসেন শান্তর দল। সেই লক্ষ্যে সেরা একাদশ নিয়েই দল সাজাবে টাইগাররা। সে ক্ষেতে দলে আজ পরিবর্তনের সম্ভাবনা প্রবল।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। গত বছর এই মাঠেই পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। যে কারণে আজকের ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী টাইগাররা। ক্রমাগত সমালোচনায় আজ একাদশে জায়গা হারাতে পারেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই সাদা বলে রানের দেখা না পাওয়া মুশফিক ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রথম ম্যচে ভারতের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি তিনি, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও মাত্র ২ রানেই আউট হয়ে গেছেন। দলে তার থাকা নিয়ে প্রবল প্রশ্ন ওঠায় এবার জায়গা হারাতে পারেন তিনি।

মুশফিক বাদ পড়লে এই ম্যাচ দিয়ে ফের একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। ভারতের বিপক্ষে রান করতে ব্যর্থ হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়েছিলেন সৌম্য। সৌম্য ফিরলে ওপেনিং ছেড়ে পূর্বের মতো ওয়ান ডাউনে ফিরে যাবেন অধিনায়ক শান্ত। আজও মিরাজকেই চার নম্বরে নামানো হতে পারে।
আইসিসির টুর্নামেন্টে মুশফিক সম্ভাব্য শেষ ম্যাচ খেলে ফেললেও আরেকটা সুযোগ পেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪ রান করলেও আজও একাদশে টিকে যেতে পারেন তিনি। তাওহীদ হৃদয়, জাকের আলীদের জায়গা পাকাই বলা যায়।

আগের ম্যাচের মতো এই ম্যাচেও নাহিদ রানাকে খেলানো হতে পারে। সে ক্ষেত্রে তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদকে নিয়েই একাদশ সাজাবে টাইগাররা। স্পিন বিভাগ সামলাতে মিরাজের সঙ্গী হবেন রিশাদ হোসেন।

তবে আসরে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারবে কি-না তা নিয়ে সংশয় আছে। রাওয়ালপিন্ডির আবহাওয়াই আজ মূল খেলোয়াড়। তার মর্জির ওপরই নির্ভর করছে খেলা মাঠে গড়ানো।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।