ফিলিস্তিনে হামলার ও হত্যার প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ মিছিল
hadayet
প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ২:৫০ পূর্বাহ্ন /
৯

তাওহিদুল ইসলাম,উত্তরা: ফিলিস্তিনের নিরীহ গাজাবাসীদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলা, গণহত্যা প্রতিবাদে ঢাকার উত্তরায় উত্তর বন্ড কমিশনারেট কমার্শিয়াল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা (উত্তর) এর উদ্যেগে বিক্ষোভ মিছিও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এসোসিয়েশন এর সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আবছার এর নেতৃত্ব উত্তরার ১৩ নং সেক্টরে বিক্ষোভ মিছিও প্রতিবাদ প্রধান সড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে । এ সময় প্রতিবাদ সমাবেশে অবিলম্বে নিরীহ ফিলিস্তিনের জনগণকে নির্বিচারে হত্যার তিব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে ইসরায়েল কতৃক নির্বিচারে হত্যা বন্ধ করা এবং ইসরায়েলের সকল পন্য বর্ন্ করার জোর দাবি জানানো হয়। এ সময় তারা বলেন, নিরীহ গাজাবাসীদের উপর বর্বরোচিত হামলায় হাজার হাজার সাধারণ জনগণ, শিশু ও নারী পুরুষ মারা যাচ্ছে। আজ বিশ্ব মানবতা কোথায়। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে আমরা তার নিন্দা জানাই। এর প্রতিবাদ জানাই। গাজাবাসীদের দিকে তাকালে মনে হয় আজ বিশ্ব মানবতা, নীতিনৈতিকতা ও বিবেক সব অন্ধকারে মিছে গেছে। নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে সকলেই স্লোগান দিতে থাকেন এবং দুনিয়ার মজলুমদের একত্রিত হওয়ার আহবান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সভাপতি জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক নুরুল আবছার সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন (নিক্সন) আতিকুর রহমান এবং কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম কাস্টমস বিষয়ক সম্পাদক আল-আমিন হুদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :