সভাপতি ড. এম আব্দুল আজিজ সাধারণ সম্পাদক আবদুল কাদির জুয়েল, কিশোরগঞ্জ ফোরাম ঢাকার নতুন কমিটি


hadayet প্রকাশের সময় : মে ১৯, ২০২৫, ৩:২৩ পূর্বাহ্ন / ২৮
সভাপতি ড. এম আব্দুল আজিজ সাধারণ সম্পাদক আবদুল কাদির জুয়েল, কিশোরগঞ্জ ফোরাম ঢাকার নতুন কমিটি

কিশোরগঞ্জ ফোরাম ,ঢাকার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আইআইআইটির কান্ট্রি ডিরেক্টর ও আইইউটির ভিজিটিং প্রফেসর ড. এম আব্দুল আজিজ। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রোডাকশন হাউজ আর্কিটেক্ট আইডিয়ার কর্ণধার আবদুল কাদির জুয়েল।

কিশোরগঞ্জ ফোরামের বিদায়ী সভাপতি কর্নেল (অব) অধ্যাপক ডা. জেহাদ খানের সভাপতিত্বে শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের নতুন সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর ড. ফরিদ আহমেদ সোবহানী ও ড. আশরাফ উদ্দিন আহমেদ। যুগ্ম সম্পাদক পদে ড. মাসুদুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, এএফএম ওবায়দুল্লাহ তারেক নির্বাচিত হন।

সহসভাপতি ফায়জুল হক উজ্জ্বল, অ্যাডভোকেট রোকন রেজা শেখ ও আবদুল্লাহ শরীফ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান মাহফুজ, অর্থ সম্পাদক মো. রফিকুল আলম, আইন সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, প্রচার ও আইটি সম্পাদক মোহাম্মদ আল কামিন।

কার্যকরী সদস্যরা হলেন ডা. নূর উদ্দিন তালুকদার, মো. জিয়া উদ্দিন, মাওলানা ওমর ফারুক, ড. মুমতাহিনা ও শারমিন সুলতানা।

একই সঙ্গে সরকারী তিতুমীর কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল মবিনকে আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশিকুর রহমান সাকিবকে সদস্য সচিব করে কিশোরগঞ্জ ছাত্র ফোরাম গঠন করা হয়েছে।

নির্বাচন শেষে কিশোরগঞ্জের কৃতি সন্তানদের সম্মানে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান, মেজর জেনারেল এহতেশাম উল হক এনডিসি,পিএসসি (অব), জাতীয় পেনশন অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. মহিউদ্দিন খানকে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।