ভাওয়াল নিউজ ডেক্স-
গত ০২ ডিসেম্বর – ২০২৪ইং তারিখে দৈনিক বর্তমান ঢাকা প্রত্রিকার শেষের পাতা লীড নিউজে “গাসিক মেয়র জাহাঙ্গীরের অপকর্মের দোসর আব্দুল হান্নান শিক্ষক নেতাদের কড়া প্রতিবাদ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। সরকারী নিয়ম অনুযায়ী একজন কর্মকর্তা গাসিক সহ বিভিন্ন দপ্তরে কর্মরত থাকতে পারেন। সেই সুবাধে উপ-সচিব মো: আব্দুল হান্নান গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন। ভাওয়াল নিউজ ২৪ ডট কম পত্রিকার অনুসন্ধান প্রতিবেদনে জানা যায়- উপ-সচিব মো: আবদুল হান্নান একজন সৎ ও কর্মনিষ্ট একজন সরকারী কর্মকর্তা। তিনি ঢাকার খিলখেত থানার বউরা এলাকার স্থায়ী বাসিন্দা এবং এলাকার সুবিধায় পৈত্রিক ভাবে একজন সচ্ছল ব্যক্তি। এমপিও কার্যক্রম চলমান প্রক্রিয়া। প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর এমপিও ভুক্তির বিষয়ে কাগজপত্র ঘাটতি থাকতে পারে, পরবর্তীতে কাগজপত্র ঠিক করে দিলে শিক্ষক-কর্মচারীর এমপিও ভুক্ত হবেন, এটাই স্বাভাবিক কথা। পূর্বে এমপিও নথি রিজেক্ট হয়েছে, যেগুলো কখনো যেন উপস্থাপন করা না হয়। উপ-সচিব আব্দুল হান্নান এই ধরনের কোন কথা বলেননি এবং তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। এমপিও ভুক্তি করিয়ে দিবে এমন একটি অসাধু চক্র নিজেদের চরিত্রার্থতা হাসিল না করতে পেরে এমন কুৎসা রটনা করছেন।
আপনার মতামত লিখুন :