রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
সায়েদুর বলেন, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। বাকি দুইজনের একজন বিমানবাহিনীর পাইলট, অপরজন স্কুলের এক শিক্ষিকা।
তিনি জানান, রাত থেকে ১২ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ছয়জনের মরদেহ এখনো শনাক্ত হয়নি।
উত্তরা আধুনিক হাসপাতালে একজনের দেহাবশেষ রয়েছে, যাকে শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে।
দুর্ঘটনায় আহত ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৮ জন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ৩ জন। তাদের মধ্যে দুজন আইসিইউতে রয়েছেন।
আপনার মতামত লিখুন :