কবিতা : সেখানে রয়েছে আরেকটি আকাশ


shakil প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২২, ৪:৪৮ পূর্বাহ্ন / ২২৮
কবিতা : সেখানে রয়েছে আরেকটি আকাশ

মূল লেখক: এমিলি দকিনসন
অনুবাদক: সিলভীয়া খানম

সেখানে রয়েছে আরেকটি আকাশ
যে সদা নির্মল এবং ন্যায্য।
এবং সেখানে রয়েছে আরেকটি রৌদ্র, যদিও সে বিষণ্ণ।
বর্ণহীন বন! তুমি রাগ করো না।
অস্টিন, নীরব মাঠ! তুমি রাগ করো না।
এখানে রয়েছে একটি ছোট্ট অরণ্য,
যার পাতায় ঢেকে আছে চিরসবুজ।
এখানে রয়েছে একটি উজ্জ্বল বাগান,
যার অনুজ্জ্বল পুষ্পে পরে নি কোনো বরফের আবরণ ।
প্রফুল্লিত মৌমাছির গুঁজরা শুনি আমি, আমার ভাই প্রীতি!
তুমি এসো আমার অরণ্যে।