বিরাটের জয়ে পাগলের মতো নাচলেন আনুশকা


hadayet প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ৪:১২ পূর্বাহ্ন / ১৭৪
বিরাটের জয়ে পাগলের মতো নাচলেন আনুশকা

পাকিস্তান নাকি ইন্ডিয়া–কে জিতবে। শেষ মুহূর্তের টানটান উত্তেজনা। অবশেষে নাটকীয়তা শেষে পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছে ইন্ডিয়া। আর এই জয়ে ইন্ডিয়ার সাপোর্টারদের মতো উচ্ছ্বসিত বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা।

মেয়েকে নিয়ে বাসায় বসে ম্যাচটি দেখেছেন তিনি। প্রিয় মানুষটির পারফরম্যান্সে মুগ্ধ এই অভিনেত্রী। আনন্দে পাগলের মতো নেচেছেন আনুশকা। ইনস্টাগ্রামে তিনি লেখেন: ‘তুমি সুন্দর! সত্যিই তুমি ভীষণ সুন্দর! আজ গোটা দেশের মুখে হাসি ফুটিয়েছ। দিওয়ালির ঠিক আগের সন্ধ্যায় গোটা দেশ হাসছে শুধু তোমার জন্য। তুমি সত্যিই দুর্দান্ত। আমার প্রিয়তম, তুমি একজন অসাধারণ পুরুষ। তোমার জেদ, নিষ্ঠা এবং বিশ্বাস অভাবনীয়! আমি নিজের সেরা ম্যাচ দেখলাম আজ।’

এরপর অভিনেত্রী আরও লিখেছেন: ‘আমাদের মেয়ে খুব ছোট–এটা বোঝার জন্য যে কেন পাগলের মতো ওর মা চিৎকার করছে আর নেচে বেড়াচ্ছে। তবে একদিন ও ঠিক বুঝবে যে ওর বাবা ওই রাতে জীবনের সেরা ইনিংসটা খেলেছিল, সেটাও জীবনের এমন একটা অধ্যায়ের পর, যা ওর বাবার জন্য খুব কঠিন ছিল। কিন্তু সেই মুশকিলগুলো আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তুলেছে তাকে!’

বর্তমানে কলকাতায় ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন আনুশকা। এটি প্রযোজনা করছে আনুশকার ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। ২০২৩ সালে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’।