অবশেষে সিনেমায় নিশো


hadayet প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২২, ৭:২২ পূর্বাহ্ন / ১৬৮
অবশেষে সিনেমায় নিশো

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে নাটকের শীর্ষ অভিনেতায় পরিণত হয়েছেন। যদিও এখন নাটকে অভিনয় একেবারেই কমিয়ে দিয়েছেন। গতানুগতিক গল্প ও চরিত্রের নাটকে আর অভিনয় না করার জন্যই নিশোর এমন সিদ্ধান্ত। অন্যদিকে ওয়েব কিংবা বড় পর্দার জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি লম্বা সময় ধরে। প্রিয় তারকাকে বহুদিন থেকেই বড় পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন নিশো ভক্তরাও। চলচ্চিত্রের একাধিক নির্মাতা এ তারকাকে নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ দেখালেও এতদিন ব্যাটে-বলে মিলছিল না। অবশেষে এবার মিলে গেল। চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন নিশো। নির্মাতা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা যাবে তাকে। চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে নিশো অভিনীত প্রথম এই সিনেমা। এতে তার নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা তমা মির্জাকে। জানা গেছে, আগামী ১২ই ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র ঘোষণা দেয়া হবে।  সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই নিশোর প্রথম এই সিনেমার শুটিং শুরু হবে। ‘সুড়ঙ্গ’ ২০২৩ সালের দুই ঈদের যেকোনো একটিতে মুক্তি দেয়ার পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির নির্দিষ্ট সময় পর সিনেমাটি ওটিটি প্ল্যাটফরমে অবমুক্ত করা হবে।