রাজধানীতে মাদক বেচাকেনার অভিযোগে গ্রেপ্তার ৪৮


hadayet প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৩, ৪:৩২ পূর্বাহ্ন / ৩৩
রাজধানীতে মাদক বেচাকেনার অভিযোগে গ্রেপ্তার ৪৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার ৫৫১ পিস ইয়াবা, ১৮ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ২৯৩ গ্রাম হেরোইন, ৩৫ বোতল ফেনসিডিল ও ২০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১২ এপ্রিল ২০২৩ (বুধবার) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।