যুব ও ক্রীয়া মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ০৫ আগষ্ট ২০২৩ তারিখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের ক্রীয়া ও সংস্কৃতি আন্দোলনের উজ্জল নক্ষত্র ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’ এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন এবং যুব ও ক্রীয়া মন্ত্রণালয় কর্তৃক ‘শেখ কামাল জাতীয় ক্রীয়া পরিষদ পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে আগামী 0৩ আগষ্ট ২০২৩ খ্রি: বেলা ১১.৩০ টায় জাতীয় ক্রীয়া পরিষদের সভাকক্ষে (৬ষ্ঠ তলা) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীয়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: জাহিদ আহসান রাসেল এম.পি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
উক্ত সংবাদ সম্মেলনে আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হলে।
স্বাক্ষর
কাজী আরিফ বিল্লাহ
জনসংযোগ কর্মকর্তা
যুব ও ক্রিয়া মন্ত্রণালয়
মোবাইল: ০১৭৫৯৮০৪৯৭৩
আপনার মতামত লিখুন :