গাজায় স্কুলে হামলায় নিহত ১০০


hadayet প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৪, ৬:১৮ পূর্বাহ্ন / ১৬
গাজায় স্কুলে হামলায় নিহত ১০০

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আজ শনিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েল বলছে, তারা হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোরে ফজরের নামাজের সময় গাজার দারাজ এলাকার একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

গাজা বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসল বলেন, ‘এটি একটি ভয়ঙ্কর গণহত্যা।’ গত ৭ অক্টোবর ইসলায়েলে হামাসের হামলার পর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় নিহত হন ১ হাজার ২০০ জন, সেই সঙ্গে ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যাওয়া হয়।

অপরদিকে ইসরায়েলি বাহিনীর গত ১০ মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৯২ হাজার মানুষ।