২১ ঘণ্টা পুড়িয়ে নিভল সীতাকুণ্ডের তুলার গুদামের আগুন


hadayet প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৩, ৪:৩৯ পূর্বাহ্ন /
২১ ঘণ্টা পুড়িয়ে নিভল সীতাকুণ্ডের তুলার গুদামের আগুন

দাউ দাউ করে জ্বলা আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনা গেলেও আগুন পুরোপুরি নেভাতে পারছিল না ফায়ার সার্ভিস পরে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ বিমান বাহিনী অবশেষে ২১ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন

শনিবার সকাল ১০টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আসল পরদিন সকাল ৭টার দিকে

রবিবার (১২ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে তথ্য নিশ্চিত করেছেন

আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগার বিষয়ে ঘটনাস্থলে থাকা সেনাবাহিনীর ইউনিট কমান্ডার লে. কর্ণেল মাহমুদের বলেন, ‘গোডাউনে তুলার পরিমাণ বেশি (২৭০০ টন) হওয়ায় গোডাউনের এক অংশে আগুন নেভানোর পর সেটা স্তুপ হয়ে কিছুক্ষণ পর আবার স্তুপের নীচ থেকে আগুন আরেক অংশে ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রায় ১০ একর আয়তনের গোডাউনের চারদিকের দেয়াল নিয়ন্ত্রিতভাবে বুলডোজার দিয়ে ভেঙে চতুর্দিক থেকে ফায়ার টেন্ডার (পানি ছড়ানোর মেশিন) প্রবেশ করানো হয়েছে। ভোর রাতে ঘটনাস্থলে এক্সকাভেটর পেলোডার মেশিন ব্যবহার করে তুলার স্তুপ অপসারণ করে সেখানে পানি প্রয়োগ করা হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলে আগুন নেভাতে পানি ছাড়া অন্য কোনো রাসায়নিক বা পাউডার ব্যবহার করার উপায় নেই। তবে এতো বিপুল পরিমাণ পানির উৎস আশেপাশে নেই। তাই ক্যান্টনমেন্ট, ভাটিয়ারি, বাড়বকুন্ডসহ বিভিন্ন সোর্স থেকে পানির যোগান দেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের খাল, পুকুর রিজার্ভারের পানি শেষ হয়ে গেছে। সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে।