বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ৪৬৪টি


hadayet প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৩, ২:৫৩ পূর্বাহ্ন / ১৭৬
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ৪৬৪টি

বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। ২০তম গ্রেডে রাজস্ব খাতভুক্ত নিরাপত্তা প্রহরী পদে অস্থায়ী ভিত্তিতে ৪৬৪ জন নিয়োগ দেওয়া হবে। পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।

প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে (http://bpdb.teletalk.com.bd) ২৫ জুলাই থেকে ৭ আগস্ট ২০২৩ বিকেল ৫টার মধ্যে।

আবেদনের যোগ্যতান্যূনতম অষ্টম শ্রেণি অথবা সমমান পাস। পুরুষের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি; নারীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষদের বুকের মাপ ৩২ থেকে ৩৪ ইঞ্চি। সুস্থাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা : ১৭ এপ্রিল ২০২৩ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। এ ছাড়া ২৫ মার্চ ২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রয়েছে, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

আবেদন ফি : নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা (চার্জসহ) টেলিটক প্রিপেইড সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে অনলাইনে আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।