স্বর্ণের ভরিতে যোগ হলো নতুন দাম, আজ থেকে কার্যকর


hadayet প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন /
স্বর্ণের ভরিতে যোগ হলো নতুন দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এতে করে একাধিক দফায় দাম বাড়ার পর এবার আবারও প্রতি ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয়েছে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুস জানিয়েছে, নতুন এই মূল্য বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৭০ হাজার ৭০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ২১ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।