Bhawalnews24
জাতীয়

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে সরকার : শিক্ষামন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে সরকার : শিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে। তিনি আরও বলেন, কোনো রকমের সীমাবদ্ধতার কারণে কেউ যেন পিছিয়ে না পরে সেই লক্ষ্যে সরকার কাজ করছে।

ডা. দীপু মনি আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ (নান্ড)’ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, আমাদের দেশে অটিজম এনডিডি ধারণাটির বহুল পরিচিতির পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তি যে সমাজের বোঝা নয়, তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার মাধ্যমে আমাদের উন্নয়নকে এগিয়ে নেয়া যায় ধারণাটি তৈরি করেছেন তিনিই।

মন্ত্রী আরও বলেন, তাঁর (সায়মা ওয়াজেদ হোসেন) নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ অটিজম বিষয়ে সারাবিশ্বে পরিচিত নেতৃত্ব দিচ্ছে।

অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

বাসস

 

Related posts

জাতীয় পরিচয়পত্র ১০ বছর বয়সেই

admin

ইবতেদায়ি মাদরাসা এমপিওর আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

admin

রেলে সরকারের সুনজর

admin

Leave a Comment